
প্রকাশিত: Wed, Dec 20, 2023 6:54 PM আপডেট: Mon, May 12, 2025 11:06 AM
[১]৪৮ তম বিজিবি দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার
[৩] বুধবার দুপুর ১২টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি। ভারত হিলি ক্যাম্পের কমান্ডার অনিল কুমারের হাতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম ৫ প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
[৪] বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার অহিদুল ইসলাম জানান,আজ ৪৮ তম বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হলো। [৫] তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।
[৬] এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে।